পৃষ্ঠাসমূহ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সরকারী চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি DDM Job Circular

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (Department of Disaster Management DDM)  গত ২৭/১২/২০২০ তারিখে শূন্য পদসমূহে সরকারি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Department of Disaster Management DDM এ ৩য় শ্রেণির শূণ্য পদে রাজস্ব খাতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (Department of Disaster Management DDM)  ০১ টি পদে সর্বমোট ১৪০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে পুরুষ ও নারী প্রার্থীগণই আবেদন করতে পারবেন । অনলাইনে আবেদন করার জন্য  নিচে নিয়োগের পদ সমূহ এবং আবেদন পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো।

Department of Disaster Management DDM Job Details




১। পদের নামঃ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক পাশ ও কম্পিউটারে দক্ষতা
পদের সংখ্যাঃ ১৪০ টি
বেতন স্কেলঃ  ৯,৩০০/- থেকে ২২,৪৯০/- (গ্রেড-১৬)



Department of Disaster Management DDM Job Apply Process



প্রতিষ্ঠানের নামঃ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (Department of Disaster Management DDM)

আবেদনের পদ্ধতিঃ অনলাইনে আবেদন করতে হবে
আবেদন ফিঃ ১১২/- প্রিপেইড টেলিটক সিম থেকে
বয়সসীমাঃ ১৮ থেকে ৩০ বছর (১৫/১২/২০২০ তারিখে)
নাগরিকত্বঃ বাংলাদেশি


শুরুর তারিখঃ ৩০শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০০ টা
শেষ তারিখঃ ৩০শে জানুয়ারি, ২০২১ বিকাল ০৫:০০ টা

কিম্পিউটার শিখুন ক্যারিয়ার গড়ুন।

 কম্পিউটার শেখা কেন প্রয়োজন ?

 

জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে হলেআজকের দিনে কম্পিউটার শিখতেই হবে।এই কথাটা আর নতুন করে বলবার কিছু নেই।শুধু যে কম্পিউটার সংক্রান্ত কাজ করতে হলেই কম্পিউটার ব্যবহার প্রয়োজনতা নয়।যে কাজ কম্পিউটার-নির্ভর নয়সেখানেও কম্পিউটার জানা একটা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হয়।এক জন কর্মীর যদি কি-বোর্ড কী করে চালাতে হয় জানা না থাকে তা হলে সামান্য -মেল চেক করা বা তার জবাব দেওয়াই ঝকমারির পর্যায়ে চলে যায়।কম্পিউটারের ব্যবহার এক জন কর্মীর উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় অনেক গুণ।আসলে কম্পিউটার শিক্ষা হল এটা একটা প্ল্যাটফর্মজীবন গড়ে নেওয়ার জন্য যে ট্রেনেই তুমি উঠতে চাও না কেনএই প্ল্যাটফর্মে তোমায় পৌঁছতেই হবে।


 

কখন কোথায় শিখবেন ?

কম্পিউটার শিক্ষা নিয়ে সচেতনতা  বেড়েছে অনেকটাই। তাই নতুন যে ছেলে বা মেয়েটি কম্পিউটার শিখতে আসছে, তার কোর্স বেছে নেওয়ার কাজটা এখন আগের চেয়ে এখন অনেক সহজ হয়ে গিয়েছে। যে ধরনের কোর্সগুলির সব চেয়ে বেশি চাহিদা, তার মধ্যে রয়েছে বেসিক কম্পিউটটা(অফিস কোর্স), কম্পিউটার শিক্ষা শুরু করার সময়টাও জানা দরকারি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ছুটির সময়টা।

কিন্তু সব চেয়ে বড় প্রশ্ন কোথায় শিখব ? কম্পিউটার শিক্ষার প্রতিষ্ঠান এখন পাড়ায় পাড়ায়, আরনামী দামিপ্রতিষ্ঠানের সংখ্যাও বড় কম নয়। তাদের বিজ্ঞাপনের দাপটও তেমন। ফলে বিভ্রান্ত পড়ুয়া তাদের অভিভাবকেরা। এই বিভ্রান্তির সমাধান নিয়ে হাজির রয়েছে                      ওয়ার্ল্ড ফেমাসএই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের অনুমোদিত  , তাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কারিগরী  শিক্ষা বোড এর অধীনে  প্রথম সারির প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ভাবে  কোর্স চালানোয় হয় 

ওয়ার্ল্ড ফেমাস ইন্সটিটিউট এন্ড আইটি ফার্ম (কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র) কম্পিউটার অফিস কোর্স প্রশিক্ষণ দেওয়ার জন্য। তাদের চাকরির বাজারে অনেকটা এগিয়ে দেয়।

 

Thank You Very Much for visit our Web side.

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ ২০২৪ সার্কুলার ৩০১৭ জন।

  এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ভূমি রেকর্ড ও জরিপ অধি...