পৃষ্ঠাসমূহ

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার – Bangladesh ARMY job circular 2024

  

আবেদনের শুরুর তারিখ ১০ জানুয়ারি ২০২৪ ও আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ইং।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার  (Bangladesh ARMY job circular 2024) বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সর্ববৃহৎ শাখা। বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষার কাজে নিয়োজিত থাকেন বাংলাদেশ সেনাবাহিনী। আপনি বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করে একজন গর্বিত নাগরিক এর অধিকারি হতে চাইলে বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করতে পারেন। নিম্নে  বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার জন্য সকল তথ্য যেমন অনলাইনে আবেদন করার নিয়ম, যোগ্যতা, অভিজ্ঞতা ,পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র সহ সকল তথ্য পাবেন। 

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার বিবরনঃ

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পোষ্টে নিম্নে আপনি ৪টি বিজ্ঞপ্তি দেখতে পাবেন। ১ম বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ২৬ ডিসেম্বর ২০২৩ এবং আবেদনের শুরুর তারিখ ১০ জানুয়ারি ২০২৪ ও আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ইং।
 

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার গুরুত্বপূর্ণ  কথাঃ

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যেমন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব কি? বাংলাদেশ সেনাবাহিনী কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। বাংলাদেশ সেনাবাহিনী কার্যাবলি মূলত কি? বাংলাদেশ সেনাবাহিনী এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? 

বাংলাদেশ সেনাবাহিনী রঙ কি? এবং নীতিবাক্য কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এবং প্রধান সেনাপতির নাম কি? সেনাপ্রধান এর নাম কি? চিফ অব জেনারেল স্টাফ এর নাম কি? এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। 










তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প !Promotion of Women Entrepreneurs for Economic Empowerment at Grassroot Level

 


প্রশিক্ষণ গ্রহনে ইচ্ছুক প্রার্থীকে কেবলমাত্র প্রকল্পের ওয়েবসাইট (pweeegl.gov.bd) এর মাধ্যমে Online – এ ভর্তির আবেদন করতে হবে।

আবেদনের জন্য কোন ফি জমা দিতে হবে না। Online – এ আবেদনের নিয়মাবলী নিচে দেয়া হলোঃ

০১।

আবেদনের সময়সীমা

  • Online- এ আবেদনপত্র পূরণের কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া অব্যাহত থাকবে। উল্লেখ্য, এই সময়ের মধ্যেই পূরণকৃত আবেদনপত্রের PDF ভার্শন আবশ্যিক ভাবে ডাউনলোড করার পর প্রিন্ট করে স্ব-স্ব প্রশিক্ষণ কেন্দ্রে জমা দিতে হবে।
  • স্ব-স্ব কেন্দ্রে (যাহার জন্য যা প্রযোজ্য) আবেদনপত্রের প্রিন্ট কপি জমাদানের জন্য ঘোষিত শেষ তারিখ ও সময়ের পর আর কোনও আবেদন গ্রহণ করা হবেনা।
  • আবেদনপত্রের প্রিন্ট কপি জমাদানের সময়ে দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, সর্বশেষ পরীক্ষায় উত্তীর্ণের সার্টিফিকেটের ফটোকপি, ভোটার আইডি/জন্ম সনদের ফটোকপি জমা দিতে হবে।

০২।

Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করতে হবে। Online- এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্ব্বোচ্চ 300 KB হতে হবে। পূরণকৃত আবেদনপত্রের PDF ভার্শন আবশ্যিক ভাবে ডাউনলোড করতে হবে। ডাউনলোডকৃত আবেদনপত্রের প্রিন্ট কপিতে প্রার্থীকে স্বহস্তে স্বাক্ষর প্রদান করতে হবে।

০৩।

নির্ধারিত সময়ের মধ্যে Online- এ আবেদন করা না হলে পরবর্তীতে কোনক্রমেই কোন আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত তারিখের মধ্যে স্বাক্ষরকৃত ফর্মের ০২ (দুই) কপি (মূল আবেদনপত্র) প্রার্থী যে কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক, সেই কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তার নিকট দাখিক করতে হবে। প্রশিক্ষণ কর্মকর্তার নিকট দাখিলকৃত আবেদনপত্র বিবেচনাযোগ্য হবে। অন্যথায় আবদন গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে ছবি এবং স্বাক্ষরবিহীন কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

০৪।

প্রশিক্ষণার্থী বাছাই ও ভর্তির ক্ষেত্রে প্রশিক্ষণার্থী নির্বাচন/বাছাই কমিটির নিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন সময় প্রশিক্ষণার্থীর ভর্তি প্রক্রিয়া স্থগিত/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

০৫।

সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রতিদিনের হাজিরার জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা করে ৮০ (আশি) অথবা ৪০ (চল্লিশ) দিনের প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।

০৬।

সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হবে।

০৭।

আবেদনপত্র বাংলায় পূরণ করতে হবে (কেবলমাত্র ইংরেজীতে পূরণের নির্দেশনা ব্যতিরেকে)।

০৮।

বিজ্ঞপ্তিতে বর্ণিত আসন সংখ্যা হ্রাস-বৃদ্ধি বা ট্রেড বাতিল/সংশোধন বা সংযোজন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

আবেদন চলবেঃ ০৭/১২/২০২৩ থেকে ১৪/১২/২০২৩ পর্যন্ত।

http://pweeegl.gov.bd/student/public/center_name_80_trade.pdf


http://pweeegl.gov.bd/student/public/center_name_list.pdf



Thank You Very Much for visit our Web side.

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ ২০২৪ সার্কুলার ৩০১৭ জন।

  এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ভূমি রেকর্ড ও জরিপ অধি...