পৃষ্ঠাসমূহ

 https://www.facebook.com/Armygallerybangla/videos/1447759935409176/

প্রাথমিকে ৪০ হাজার শিক্ষক নিয়োগ | বিস্তারিত এখানে





প্রাথমিকে ৪০ হাজার শিক্ষক নিয়োগ | 
বিস্তারিত এখানে 
প্রাথমিক বিদ্যালয়ে বড় আকারের নিয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সারা দেশে প্রায় ২৬ হাজার প্রাক-প্রাথমিক ও ১৪ হাজার সহকারী শিক্ষক সহ মোট প্রাথমিকে ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আগামী সেপ্টেম্বর হতে এই নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। সচিব বলেন, ‘প্রাক-প্রাথমিক স্তরে নতুন ২৬ হাজার শিক্ষকের পদ সৃজন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাব সচিব কমিটি অনুমোদন দিয়েছে। কেবিনেট সভায় এটি অনুমোদন দেয়া হয়েছে। যেহেতু প্রতিটি বিদ্যালয়ে একজন করে প্রাক-প্রাথমিক শিক্ষকের পদ সৃজন করা হয়েছে, তাই দ্রুত সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে দেশের ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ স্তরের শিক্ষক নিয়োগ দেয়া হবে। তার সঙ্গে দেশের সব বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা হবে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী সেপ্টেম্বরে এ নিয়োগ কার্যক্রম শুরু করা হতে পারে বলেও জানান তিনি। বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন। রোববার (৫ জুলাই) রাতে জাগো নিউজকে তিনি বলেন, ‘প্রাক-প্রাথমিকে ভর্তিতে শিশুদের বয়স ৪ ও মেয়াদকাল ২ বছর করা হয়েছে। বর্তমানে সারাদেশে এ স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৪ হাজার সহকারী শিক্ষক এর পদ শূন্য। এসব বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগ দেয়া হবে। সব মিলিয়ে একত্রে ৪০ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে (ডিপিই) নির্দেশ দেয়া হয়েছে।

 

Deffence Action


সৈনিক পদে মাঠে দাড়ালে কি কি

পরীক্ষার সম্মুখীন হতে হয় ।
তাহলে শুরু করি :
প্রথমে বলে রাখা ভাল মাঠে যাওয়ার
সময় অবশ্যই আন্ডার ওয়্যার এবং শর্ট প্যান্ট
মানে ফুটবল খেলে যে প্যান্ট পরে তা
পরে যাবেন । নতুবা মান সম্মান
হারাবেন।
আপনাকে শার্ট প্যান্ট খুলে এসএমএস
রোল অনুযায়ী আপনাকে সারিবদ্ধ
ভাবে দাড় করাবে ।
এরপর আপনার পা দেখবে । পায়ের
সাথে পা যদি পুরোপুরি লেগে যায়
তাহলে বাদ কিন্তু যদি এক আঙুল ও
ফাকা থাকে তাহলে এলাও হবেন।
এরপরেই আপনাকে দৌড়াতে বলবে ।
আদেশ না আশা পর্যন্ত থামা যাবে
না।
এরপর আপনার উচ্চতা মাপবে । উচ্চতা
মাপার পর আপনার মুখের দাতে কোনো
সমস্যা আছে কিনা দেখবে
১ টা দাতে পোকা লাগা থাকলে
সমস্যা নেই কিন্তু অনেক গুলা দাঁতে
পোকা থাকলে সমস্যা ।
এরপর আপনার ওজন মাপা হবে । ৫০
কেজির নিচে হওয়া যাবে না ।
এরপর আপনার চূড়ান্ত মেডিকেল হবে ।
যেখানে আপনার পায়ুপথ ও অণ্ডকোষ
নেড়েচেড়ে দেখবে যে কোনো
সমস্যা আছে কিনা । লজ্জা পাবেন না
এখানে । লজ্জা পেলেই সমস্যা ।
এরপর আপনার আপনার বুকের মাপ নেয়া
হবে । নরমালি আপনার বুক ৩৬ হতে হবে ।
কারন সেনাকর্মকর্তা যখন আপনার বুক
মাপবেন তখন তা ৩০ এ পরিণত হবে । আর
বুক ফুলানো অবস্থায় ৩২ হতে হবে ।
এর পর আপনার দৃষ্টির পরীক্ষা করা হবে।
২০ ফিট দূরে ১টা বোর্ডে ABCDEF লেখা
থাকবে । আপনার ১ চোখ বন্ধ করে অপর
চোখ দিয়ে ABCD যেকোনো ১টি
অক্ষরের উপর লাঠি দিয়ে দেখিয়ে
জিজ্ঞাসা করবে এটা কোন বর্ণ ।
দৃষ্টিশক্তি পরীক্ষাতে পাশ করলে
আপনাকে দিয়ে ১টি ফর্ম পূরণ করানো
হবে ।
ফর্ম পূরণের পর আপনি বর্ণান্ধ বা কালার
ব্লাইন্ড কিনা পরীক্ষা করা হবে । একই
রঙের মধ্যে একটু অন্য কালার দিয়ে
123456 লেখার মাধ্যমে এই পরীক্ষা করা
হয় ।
গুগলে Colour blind লেখে সার্চ দিলেই
এর উদাহরণ পেয়ে যাবেন।
কালার ব্লাইন্ড পরীক্ষাতে পাশ করলে
আপনার লিখিত পরীক্ষা নেওয়া হবে ।
৫০ মার্ক এর পরীক্ষা ও ৪০ মিনিট সময়।
প্রশ্ন সহজই করে । বাংলা, ইংলিশ,
গণিত ও সাধারণ জ্ঞান বিষয় থাকবে ।
লিখিত পরীক্ষার পর আপনার মৌখিক
পরীক্ষা নেয়া হবে । আপনার মৌখিক
পরীক্ষার পর আপনার শারীরিক
পরীক্ষা নেয়া হবে । এতে আপনার
উঠা বসা, বুক ডাউন, এবং দৌড়ের
পরীক্ষা নেয়া হবে ।
আপনার সমস্ত পরীক্ষা শেষ ।
এবার আসি মার্কিং নিয়ে ।
আপনি এসএসসি পরীক্ষাই যে সাবজেক্ট
নিয়েছেন ও যে পরিমাণ জিপিএ
পেয়েছেন তার উপর ১টা নাম্বার
দেয়া হবে, যেমন ৫,৬,৭,৮,৯,১০ এমন।
আপনার উচ্চতার উপরেও নাম্বার দেয়া
হবে । আপনার শারীরিক এবিলিটির
উপর আপনার নাম্বার দেয়া হবে ।
আপনার মৌখিক পরীক্ষার উপর নাম্বার
দেয়া হবে । এবং আপনার লিখিত
পরীক্ষার উপর নাম্বার দেয়া হবে ।
সবমিলিয়ে ৫০ মার্কের ভিতর যে
সবকিছু মিলিয়ে সর্বোচ্চ নাম্বার
পাবে তাকে বাংলাদেশ আর্মি এর
রিক্রুটর হিসেবে নেওয়া হবে ।


World Famous Institute & IT Farm


কম্পিউটার শেখা কেন প্রয়োজন ?

জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে হলে, আজকের দিনে কম্পিউটার শিখতেই হবে। এই কথাটা আর নতুন করে বলবার কিছু নেই। শুধু যে কম্পিউটার সংক্রান্ত কাজ করতে হলেই কম্পিউটার ব্যবহার প্রয়োজন, তা নয়। যে কাজ কম্পিউটার-নির্ভর নয়, সেখানেও কম্পিউটার জানা একটা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হয়। এক জন কর্মীর যদি কি-বোর্ড কী করে চালাতে হয় জানা না থাকে তা হলে সামান্য -মেল চেক করা বা তার জবাব দেওয়াই ঝকমারির পর্যায়ে চলে যায়। কম্পিউটারের ব্যবহার এক জন কর্মীর উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় অনেক গুণ। আসলে কম্পিউটার শিক্ষা হল এটা একটা প্ল্যাটফর্ম, জীবন গড়ে নেওয়ার জন্য যে ট্রেনেই তুমি উঠতে চাও না কেন, এই প্ল্যাটফর্মে তোমায় পৌঁছতেই হবে।

কখন কোথায় ?

কম্পিউটার শিক্ষা নিয়ে সচেতনতা গত দেড় দশকে বেড়েছে অনেকটাই। তাই নতুন যে ছেলে বা মেয়েটি কম্পিউটার শিখতে আসছে, তার কোর্স বেছে নেওয়ার কাজটা এখন আগের চেয়ে অনেক সহজ হয়ে গিয়েছে। যে ধরনের কোর্সগুলির সব চেয়ে বেশি চাহিদা, তার মধ্যে রয়েছে বেসিক কম্পিউটিং, গ্রাফিক ডিজাইনিং, অ্যানিমেশন, প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্ট। কম্পিউটার শিক্ষা শুরু করার সময়টাও জানা। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ছুটির সময়টা। কিন্তু সব চেয়ে বড় প্রশ্ন কোথায় শিখব ? কম্পিউটার শিক্ষার প্রতিষ্ঠান এখন পাড়ায় পাড়ায়, আরনামী দামিপ্রতিষ্ঠানের সংখ্যাও বড় কম নয়। তাদের বিজ্ঞাপনের দাপটও তেমন। ফলে বিভ্রান্ত পড়ুয়া তাদের অভিভাবকেরা। Iওয়ার্ল্ড  ফেমাস আপনাকে কম্পিউটার শিক্ষায় সম্পূর্ন  রুপে গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।

ধন্যবাদ

Thank You Very Much for visit our Web side.

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ ২০২৪ সার্কুলার ৩০১৭ জন।

  এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ভূমি রেকর্ড ও জরিপ অধি...