পৃষ্ঠাসমূহ

এসএসসি পাশে আনসার বাহিনীতে ৫০০ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 


২৫তম ব্যাচ (পুরুষ) ব্যাটালিয়ন আনসার নিয়োগ -২০২৩-এর আবেদন


যারা আবেদন করতে পারবেন:

১। লিঙ্গঃ পুরুষ

২। বয়স 30-September-2023 খ্রি. তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 22 বছর 

৩ । ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পাশ

৪। উচ্চতা ৫’-৬”( অধিক উচ্চতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে )। উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫'-৪"।

৫। ওজন ন্যূনতম ৪৯ কেজি।  উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৪৭ কেজি।

৬। বুকের মাপ ন্যূনতম ৩২/৩৪। উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৩০/৩২।

৭। আবেদনকারীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) থাকতে হবে।

রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার শেষ সময়  ৩০/০৯/২০২৩ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ০৬ টা পর্যন্ত

আবেদন করার শেষ সময় ৩০/০৯/২০২৩ খ্রিষ্টাব্দ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযােগ্য ২০০ (দুইশত) টাকা অন-লাইনে প্রদর্শিত পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে জমা দিতে হবে।

সার্কুলার ডাউনলোড লিংক:

https://ansarvdp.gov.bd/sites/default/files/files/ansarvdp.portal.gov.bd/notices/c086fe41_4ed4_480e_8949_c471ee2ace05/2023-09-15-04-13-c2303a203e49adc02ea91fab214ba3f3.pdf

দরিদ্র ও মেধাবীর শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান:


ভর্তি সহায়তা

 

দরিদ্র ও মেধাবীর শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান:
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি বিতরণের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। এ লক্ষ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি  নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২০ প্রণয়ন করা হয়। বর্তমানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। 





সেবা সংশ্লিষ্ট তথ্য


  1. ছবি
  2. স্বাক্ষর
  3. জন্ম নিবন্ধন সনদ
  4. অভিভাবকের জাতীয় পরিচয়পত্র 
  5. শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে) 
  6. পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য) 


ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা


  • আবেদনের প্রাপ্তির ০৪-০৬ মাস পর অর্থ প্রেরণ করা হয়।
  • শিক্ষার্থী ভর্তি সহায়তার নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

  • সহায়তা গ্রহণের প্রত্যয়ন পত্র 
  • পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান কর্মরত প্রতিষ্ঠান পধানের প্রত্যয়ন ও সুপারিশ পত্র



নিম্নরূপঃ-



অর্থবছরশিক্ষার পর্যায়ছাত্র সংখ্যা (জন)ছাত্রী সংখ্যা (জন)শিক্ষার্থীর সংখ্যা (জন)ভর্তি সহায়তা (টাকায়)সর্বমোট (টাকায়)
২০১৪-২০১৫মাধ্যমিক৩৫৩৫৭০ ১,৪০,০০০২,৪১,০০০
উচ্চ মাধ্যমিক১৬০৬২২৬৬,০০০
স্নাতক০২০৫০৭৩৫,০০০
২০১৫-২০১৬মাধ্যমিক১৫২৮৪৩৮৬,০০০২,২৭,০০০
উচ্চ মাধ্যমিক১০১৭২৭৮১,০০০
স্নাতক০৪০৮১২৬০,০০০
২০১৬-২০১৭মাধ্যমিক৪৭৫৫১০২২,০৪,০০০৩,৫৮,০০০
উচ্চ মাধ্যমিক১১২৭৩৮১,১৪,০০০
স্নাতক০৫০৩০৮৪০,০০০
২০১৭-২০১৮মাধ্যমিক৪৬৮৮১৩৪১,৬৮,০০০৪,৫৭,০০০
উচ্চ মাধ্যমিক২৭২৬৫৩১,৫৯,০০০
স্নাতক০৪০২০৬৩০,০০০
২০১৮-২০১৯মাধ্যমিক৩৮৪৮৮৬২,৯৮,০০০৫,৩৭,০০০
উচ্চ মাধ্যমিক২৪১৯৪৩১,৫৪,০০০
স্নাতক০৩০৭১০৮৫,০০০
২০১৯-২০২০মাধ্যমিক৩০৪৬৭৬৩,৮০,০০০১৩,২৬,০০০
উচ্চ মাধ্যমিক৪৪৬৩১০৭৮,৫৬,০০০
স্নাতক০৫০৪০৯৯০,০০০
২০২০-২০২১মাধ্যমিক১০৭১৬৭২৭৪১৩,৭০,০০০৩৩,৮৮,০০০
উচ্চ মাধ্যমিক৫৬৮০১৩৬১০,৮৮,০০০
স্নাতক৪৩৫০৯৩৯,৩০,০০০
২০২১-২০২২মাধ্যমিক১৪২২৭৮৪২০২১,০০,০০০৪৩,৭৬,০০০
উচ্চ মাধ্যমিক৭৫১৬৭২৪২১৯,৩৬,০০০
স্নাতক১৯১৫৩৪৩,৪০,০০০
২০২২-২০২৩মাধ্যমিক৬৮৫১১০২১৭৮৭৮৯,৩৫,০০০২,৪৯,৫৭,০০০
উচ্চ মাধ্যমিক৩৫৫৫৫৪৯০৯৭২,৭২,০০০
স্নাতক২৫৯৬১৬৮৭৫৮৭,৫০,০০০

 

ডাউনলোড লিংকঃ-


http://www.pmeat.gov.bd/sites/default/files/files/pmeat.portal.gov.bd/notices/7e210c52_dbad_457d_ab88_18277a9f42f0/2023-09-18-16-00-8de193a450b58653f59e9f9109157213.pdf 

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক পাস

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। মৎস্য অধিদপ্তর বাংলাদেশের মৎস্য খাত ও শিল্পের দেখভালের দায়িত্বে নিয়োজিত সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় মৎস্য অধিদপ্তর কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন ইংলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর অধীনে কিছু সংখ্যক জনবল নিয়োগ দেয়া হবে। মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের সকল যোগ্যতাসম্পন্ন নাগরিকরা আবেদন করতে পারবে।


মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

অধিদপ্তরের নামমৎস্য অধিদপ্তর
অধিদপ্তরের ধরনসরকারি
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ৩১ আগস্ট ২০২৩ ইং
চাকরির ধরনসরকারি চাকরি
চাকরির সময়স্থায়ী
মোট পদ৩২
মোট লোক৭৩২ জন
শিক্ষাগত যোগ্যতাএসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক পাস
চাকরির স্থাননির্দিষ্ট নয়
লিঙ্গনারী ও পুরুষ উভয়
অভিজ্ঞতাঅভিজ্ঞতা সম্পন্ন ও বিনা অভিজ্ঞতা সম্পন্ন চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে
বয়স৩০ আগস্ট ২০২৩ ইং তারিখে, ১৮ থেকে ৩০ বছর
বেতন৮,২৫০ থেকে ৩০,২৩০ টাকা
আবেদন করার পদ্ধতিঅনলাইনে
চাকরির আবেদন ফি১১২/২২৩/৩৩৪ টাকা
চাকরির ফি জমা দেওয়ার পদ্ধতিটেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার
চাকরির আবেদন শুরুর তারিখ০৭ সেপ্টেম্বর ২০২৩ ইং সকাল ১০ টা থেকে
চাকরির আবেদন শেষ তারিখ১০ অক্টোবর ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত
চাকরির আবেদন করার ওয়েবসাইটhttp://dof.teletalk.com.bd

বিস্তারিত সার্কুলার-টি ডাউনলোড করুন নিচের লিংকে:

.

খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 




জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি তাদের ২২ ক্যাটাগরির পদে ১৩৭৭ জনকে নিয়োগ দেবে। ১৩ থেকে ১৯তম গ্রেডভুক্ত এসব পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রার্থীদেরকে আবেদন করতে হবে অনলাইনে।


খাদ্য অধিদপ্তরের জনবল নিয়োগের বিষয়ের আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে। তাই চাকরিচ্ছু প্রার্থীরা আবেদনের সকল প্রক্রিয়া সহ বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। 

পদের নাম: উপ-খাদ্য পরিদর্শক
পদসংখ্যা ও গ্রেড: ৩৫৬টি (গ্রেড-১৩) 
যোগ্যতা: স্নাতক বা সমমান 

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা ও গ্রেড: ৩টি (গ্রেড-১৩) 
যোগ্যতা: স্নাতক বা সমমান। সাঁটলিপিতে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। 

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা ও গ্রেড: ১১টি (গ্রেড-১৪) 
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। 

পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা ও গ্রেড: ৪টি (গ্রেড-১৪) 
যোগ্যতা: স্নাতক বা সমমান।

পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান
পদসংখ্যা ও গ্রেড: ৩টি (গ্রেড-১৪) 
যোগ্যতা: রসায়ন বিষয়সহ স্নাতক বা সমমান। 

পদের নাম: মেকানিক্যাল ফোরম্যান
পদসংখ্যা ও গ্রেড: ৩টি (গ্রেড-১৪) 
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। অটো মেকানিকস বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং দুই বছরের অভিজ্ঞতা। 

পদের নাম: ইলেকট্রিক্যাল ফোরম্যান
পদসংখ্যা ও গ্রেড: ২টি (গ্রেড-১৪) 
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। ইলেকট্রিক্যাল হাউসওয়্যারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্যান্স বা মেইনটেন্যান্স অব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স বা জেনারেল ইলেকট্রনিকস ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং দুই বছরের অভিজ্ঞতা।

পদের নাম: সহকারী উপ-খাদ্য পরিদর্শক
পদসংখ্যা ও গ্রেড: ২২২টি (গ্রেড-১৫) 
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। 

পদের নাম: অপারেটর
পদসংখ্যা ও গ্রেড: ১৭টি (গ্রেড-১৫)
যোগ্যতা: বিজ্ঞান শাখার স্নাতক (পাস) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর অভিজ্ঞতা। 

পদের নাম: সহকারী ফোরম্যান
পদসংখ্যা ও গ্রেড: ৩টি (গ্রেড-১৫)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। অটো মেকানিকস বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিকস বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স এবং তিন বছরের চাকরির অভিজ্ঞতা।

পদের নাম: মিলরাইট
পদসংখ্যা ও গ্রেড: ৫টি (গ্রেড-১৫) 
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। অটো মেকানিকস বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিকস বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স এবং তিন বছরের চাকরির অভিজ্ঞতা। 

পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা ও গ্রেড: ১০টি (গ্রেড-১৫) 
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। বৈদ্যুতিক ‘খ’ ও ‘গ’ শ্রেণির কারিগরি পারমিট/লাইসেন্স; সাধারণ ও বিশেষায়িত বৈদ্যুতিক কাজে দুই বছরের অভিজ্ঞতা। 

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা ও গ্রেড: ৩৪৬টি (গ্রেড-১৬) 
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ। 

পদ: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা ও গ্রেড: ৬৮টি (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ৩০ শব্দ ও ইংরেজিতে ৪০ শব্দ।

পদের নাম: ল্যাবরেটরি সহকারী
পদসংখ্যা ও গ্রেড: ২টি (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান।

পদের নাম: সহকারী অপারেটর
পদসংখ্যা ও গ্রেড: ৩৩টি (গ্রেড-১৬) 
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ভোকেশনাল)। 

পদের নাম: স্টেভেডর সরদার
পদসংখ্যা ও গ্রেড: ৬টি (গ্রেড-১৬)
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ভোকেশনাল)। 

পদের নাম: ভেহিকল মেকানিক
পদসংখ্যা ও গ্রেড: ৯টি (গ্রেড-১৬) 
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ভোকেশনাল) এবং মেকানিক্যাল কাজে দুই বছরের অভিজ্ঞতা। 

পদের নাম: সহকারী মিলরাইট
পদসংখ্যা ও গ্রেড: ৬টি (গ্রেড-১৬) 
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ভোকেশনাল) এবং মেকানিক্যাল কাজে দুই বছরের অভিজ্ঞতা। 

পদের নাম: মিল অপারেটিভ
পদসংখ্যা ও গ্রেড: ১১৭টি (গ্রেড-১৬) 
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ভোকেশনাল) এবং দুই বছরের অভিজ্ঞতা। 

পদের নাম: সাইলো অপারেটিভ
পদসংখ্যা ও গ্রেড: ১৪৪টি (গ্রেড-১৬) 
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ভোকেশনাল) এবং দুই বছরের অভিজ্ঞতা। 

পদের নাম: স্প্রেম্যান
পদসংখ্যা ও গ্রেড: ৭টি (গ্রেড-১৯) 
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান এবং শারীরিকভাবে সক্ষম। তবে গোপালগঞ্জ, মাদারীপুর, রাঙামাটি ও নড়াইল জেলার প্রার্থীদের স্প্রেম্যান পদে আবেদন করার প্রয়োজন নেই। 

বেতন স্কেল: 
১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩); ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪); ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫); ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬); ও ৮৫০০-২০৫৭০ টাকা (গ্রেড-১৯)। 

বয়সসীমা: 
৩১ আগস্ট ২০২৩ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। 

আবেদন ফি: 
১ থেকে ২১ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ২২ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা আবেদন দাখিলের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে এই সময়সীমার মধ্যে ইউজার আইডি পেয়েছেন—এমন প্রার্থীরা অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি জমা দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। 

আবেদনের প্রক্রিয়া: 
নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহীরা ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে পারবেন। নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন। 
আবেদনের সময়সীমা: আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু ১২ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০টায় শুরু হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১১ অক্টোবর বিকেল ৫টা।

Thank You Very Much for visit our Web side.

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ ২০২৪ সার্কুলার ৩০১৭ জন।

  এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ভূমি রেকর্ড ও জরিপ অধি...